প্রবাস

দোহায় বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

দোহায় বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের স্লোগান হচ্ছে ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’।

Advertisement

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানী দোহার আল হেলালে বাংলাদেশ দূতাবাসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

সভায় বক্তব্য রাখেন শ্রম কাউন্সিলর ড.সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব আজগর হোসেন, ৩য় সচিব মো. মনিরুজ্জামান প্রমুখ।

Advertisement

এ সময় বক্তারা অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ত্যাগ ও দেশের উন্নয়নে অবদানের স্বীকৃতি, অভিবাসী কর্মীদের মর্যাদা প্রদানের আহ্বান জানান।

এমএমজেড/আরআইপি