ভেনেজুয়েলার সবচেয়ে ঊর্ধ্বতন কূটনীতিককে বহিষ্কার করেছে ব্রাজিল। কারাকাসে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত রুই পেরেইরাকে বহিষ্কারের কয়েকদিনের মাথায় ভেনেজুয়েলার কূটনীতিককে বহিষ্কার করা হলো। খবর বিবিসি।
Advertisement
এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্ত সম্পর্কে ভেনেজুয়েলা বলছে, ব্রাজিলের সাবেক বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অবৈধ ভাবে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করা হয়েছে।
ব্রাজিলের রাষ্ট্রদূত ছাড়াও কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স কোয়ালিককেও বহিষ্কার করেছে ভেনেজুয়েলা। কানাডার রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করার পর কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, তাদের রাষ্ট্রদূত উইলমার বেরিয়েন্টস ফার্নান্দেজ এখন দেশের বাইরে আছেন। তাকে দেশে ফেরার অনুমতি দেয়া হচ্ছে না।
উইলমারের বিরুদ্ধে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়। ভেনেজুয়েলার চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাঞ্জেল হেরেরাকেও দেশ ছাড়তে বলা হয়েছে।
Advertisement
প্রেসিডেন্ট মিসেল তেমের ব্রাজিলের ক্ষমতা গ্রহণের পর থেকেই দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছে। রৌসেফের অভিশংসনের ঘটনাকে ডানপন্থি অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
টিটিএন/আরআইপি