টানা চার ম্যাচ হারের পর আবার জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ। গত আট মাস যাবত ভালো খেলতে থাকা বাংলাদেশ সর্বশেষ ভারতের সাথে শেষ ওয়ানডে ম্যাচে হেরে যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তার ফল সরূপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং প্রথম ওয়ানডেতে রীতিমত অসহায় আত্মসমর্পণ করে তারা। তবে দ্বিতীয় ওয়ানডেতে স্বস্তির জয়ে পেলো টাইগাররা।এই জয়ে নিজেদের মনোবল ফিরে পেয়েছেন বলে উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। টানা হারের পর এই জয়ে ফিরতে ফেরে উল্লসিত অধিনায়ক বলেন, খুবই প্রয়োজনীয় একটি জয়। গত আট মাস যাবত আমরা ভালো খেলছি। আমরা সর্বশেষ চারটি ম্যাচ হেরেছি তবে আমরা আবার জয়ের ধারায় আসতে পেরেছি।তবে জয়ের মুল কৃতিত্ব বোলারদের দেন মাশরাফি। এই ধরনের উইকেটে ১৬২ রানে বেঁধে ফেলা অনেক কঠিন ছিল বলে মনে করেন এই টাইগার। তবে সেই কঠিন কাজটি সহজ করে দেন বোলাররা। তাদের প্রাপ্য কৃতিত্ব দিয়ে আরো বলেন, টস খুব চিন্তার বিষয় ছিল কিন্তু আমাদের বোলাররা তাদের বেঁধে রেখেছে। মুস্তাফিজ চমৎকার বল করেছে। সাকিব এবং নাসির দুজনেই ভালো বল করেছে। এটা আমাদের ভালো লক্ষণ যা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।ভারত সিরিজের আগে ইনজুরিতে পরেছিলেন মাহমুদউল্লাহ। এটা নিয়ে চিন্তিত ছিলেন কোচ- অধিনায়ক সহ সবাই। প্রথম ওয়ানডেতে মাহমুদউল্লাহ ছন্দ ধরে রাখতে পারেননি। গোল্ডেন ডাক পেয়েছিলেন এই ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ওয়ানডেতে নামের প্রতি সুবিচার করে আস্থার সাথে খেলেন এই ব্যাটসম্যান। ইনজুরি থেকে ফেরা মাহমুদউল্লাহ সম্পর্কে বলেন, ইনজুরি থেকে ফিরে মাহমুদউল্লাহ ভালো খেলেছে। আশা করি সে এভাবেই খেলে যাবে। যত দিন আমাদের প্রক্রিয়া সঠিকভাবে চলবে ততদিন আমরা ভালো খেলে যাব।আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।আরটি/এমআর/আরআইপি
Advertisement