কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ওমর শরিফকে সমাহিত করা হয়েছে। রোববার মিশরের রাজধানী কায়রোর একটি মসজিদে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। দীর্ঘদিন আলজেইমার্স রোগে ভোগার পর শুক্রবার কায়রোর একটি ক্লিনিকে হার্ট অ্যাটাকে মারা যান ওমর শরিফ।জাতীয় পতাকায় মোড়ানো শরিফের কফিনটি কায়রোর মুশির তানতাবি মসজিদে আনা হয়। সেখানে মুসল্লিরা তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এই মসজিদেই মিশরের প্রধান ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন হয় বলে জানিয়েছেন ইজিপশিয়ান অ্যাক্টরস সিন্ডিকেটের বোর্ড মেম্বার সামেহ আল সোরেইতি।সোরেইতি জানান, শরিফকে দক্ষিণ কায়রোর আল সাইয়েদা নাফিসা কবরস্থানে দাফন করা হয়। শরিফের ছেলে তারেক ও নাতি ওমর শরিফ জুনিয়র দাফন কাজে নেতৃত্ব দেন।বিএ/আরআই
Advertisement