রাজনীতি

এসব বলতে চাই না : কাদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি আদালতে যাওয়ার সময় নেতাকর্মীরা রাস্তা দখল করে রাখে। পুলিশকে উসকানি দেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারে। তাহলে কি পুলিশ বসে থাকবে? পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে।’

Advertisement

তিনি বলেন, ‘আমরা দেখেছি খালেদা জিয়া আদালতে যাওয়ার পর আইনজীবীরাও হাতাহাতি করেছে। খালেদা জিয়া আদালতে গেলে কোন কোন ঘটনা ঘটে- এসব বলতে চাই না।’

মঙ্গলবার রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের সমাজকল্যাণ ও ত্রাণ উপকমিটির উদ্যোগে কম্বল বিতরণী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণা করার আগে কিছুই বলতে পারব না দল থেকে কাকে মনোনয়ন দেয়া হবে। প্রধানমন্ত্রী কাউকে ব্যক্তিগতভাবে বলতে পারেন। সেটা আমার জানা নেই। নির্বাচনের বাজার পরীক্ষা করে দেখার জন্যও কাউকে বলতে পারেন। যেন আগে থেকে বুঝা যায় তিনি জনগণের সঙ্গে কাজ করতে পারবেন কি-না। তবে দল থেকে কাকে মনোনয়ন দেয়া হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

Advertisement

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।

এইউএ/জেডএ/আরআইপি