কবি রাসেল রায়হান এবার পাঠকদের জন্য নিয়ে এলেন উপন্যাস। নাম দিয়েছেন ‘একচক্ষু হরিণীরা’। প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। বইটি চট্টগ্রামের বাতিঘর, ঢাকার পাঠক সমাবেশ, বাতিঘর ও লোকে পাওয়া যাচ্ছে। এছাড়া আগামী বইমেলায় প্রকাশনীর স্টলেও পাওয়া যাবে।
Advertisement
একচক্ষু হরিণীরা বাউণ্ডুলে যুবক মুকুলের গল্প, গর্ভে থাকতেই যার মা তার একটি চোখ নেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। আপাত-সামান্য লোভটুকুকে কেন্দ্র করে সন্তানকে বড় করতে থাকেন তিনি। বড় হয়ে একথা জানার পর মুকুল পালিয়ে যায়। মুকুল এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলেও মুখ্য চরিত্র প্রকৃতপক্ষে পারুল, আহির, মুনিয়া আর নূরী নামের নম্র হরিণীরা। একচক্ষু হরিণীরা তাদেরও গল্প।
ধ্রুব এষের নান্দনিক প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। তবে কমিশনের পর মূল্য আসবে ১৬০ টাকা।আগ্রহীরা ০১৯৯৮৩৮৪৬২৭ নম্বরে করে হোম ডেলিভারি পাওয়া যাবে।
এসইউ/এমএস
Advertisement