নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মিরের সেনা ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত বছরও সেখানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। খবর টাইমস অব ইন্ডিয়া।
Advertisement
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবরে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় পাক অধিকৃত কাশ্মিরের রাওলকোটের রুখ চাকরি সেক্টরে এই আক্রমণ চালায় ভারতীয় সেনাবাহিনী।
ওই আক্রমণে ৩ পাক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক পাক সেনা। পাকিস্তানের তরফ থেকেও এই আক্রমণের কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
নিহত পাক সেনারা হলেন সাজ্জাদ, আব্দুল রহমান এবং এম উসমান। আহত হয়েছেন এ হুসেন নামের এক সেনা।নিয়ন্ত্রণ রেখা টপকে সেনা ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ভারত।
Advertisement
ভারতের দাবী, ১৬ নভেম্বর পুঞ্চের শাহপুর ও দেগওয়ারে বড় ধরনের মর্টার হামলা চালিয়েছে পাক সেনারা। ফলে নিয়ন্ত্রণরেখার কাছে গুলপুর ও নাকারকোট এলাকায় স্থানীয় স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। চলতি বছরে এখন পর্যন্ত পাকিস্তান ৩শ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়েছে। এ পর্যন্ত সেনা ও স্থানীয় বাসিন্দাসহ ১২ জন নিহত হয়েছে।
টিটিএন/আইআই