বিনোদন

ঢাকা উত্তরে মেয়র প্রার্থী মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ

নন্দিত ব্যান্ড দল মাইলসের হয়ে অসংখ্য গান উপহার দিয়েছেন দলটির ভোকালিস্ট শাফিন আহমেদ। সংগীতের বরেণ্য এই তারকা এবার নাম লেখালেন রাজনীতিতে। আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে দলের উচ্চ পরিষদ সদস্য শাফিন আহমেদের নাম ঘোষণা করেছেন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ।

Advertisement

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ববি হাজ্জাজ তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জমা দেয়া দলের নিবন্ধন আবেদন কার্যক্রম বর্ণনা করেন এবং আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে এনডিএম সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন।

ববি হাজ্জাজ বলেন, আসন্ন উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে এনডিএম প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা বিশ্বাস করি একমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটা সম্ভব। যেহেতু এই উপ-নির্বাচনের পরই আমরা নিবন্ধন সার্টিফিকেট পাবো, এজন্য এখন আমরা আমাদের সমর্থিত প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করছি। স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি ঢাকাবাসীর কাছে যাবেন এবং আমরা আশা করছি সচেতন ঢাকাবাসী এবং তরুণ প্রজন্ম তাকে অবস্থান ভোট দেবেন।

Advertisement

সংবাদ সম্মেলনে গত ১ বছরে এনডিএম’র দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কার্যক্রম ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, বিভাগীয় সম্পাদক জিসান খান, যুগ্ম সাংগঠানিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন এবং দফতর সম্পাদক হুমায়ন পারভেজ খান প্রমুখ।

প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক কমল দাশগুপ্ত এবং নজরুল সংগীত সম্রাজ্ঞী খ্যাত ফিরোজা বেগমের ছোট পুত্র শাফিন আহমেদ। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আশির দশকের শুরুর দিকে নাম লেখান মাইলস ব্যান্ডের সঙ্গে। তার কণ্ঠে ‘ধিকিধিকি আগুন জ্বলে’, ‘আজ জন্মদিন তোমার’ ইত্যাদি গানগুলো কালজয়ী হয়ে আছে।

গান করার পাশাপাশি শাফিন আহমেদ তার দলের হয়ে বেস গিটার বাজান। দলের জন্য অনেক গান লিখে ও সুর করেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

Advertisement

এএস/এআরএস/আরআইপি