বড় দিনের আগে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। এ জয়ের উপহার হিসেবে ক্রিসমাসে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের দুই দিনের বেশি ছুটি দিয়েছে বার্সেলোনা।
Advertisement
বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনার খেলোয়াড়রা এখন ক্রিসমাসের ছুটিতে। বার্নাব্যুতে রেফারির শেষ বাঁশি এবং রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারানো তাদের ছুটিকে আরো বেশি আনন্দময় করে তুলেছে। সবাই আবার ৩০ ডিসেম্বর অনুশীলনে ফিরবে। তবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং হাভিয়ের মাসচেরানো নতুন বছরের ২ জানুয়ারি সতীর্থদের সঙ্গে যোগ দিবেন।’
গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে অনেক এগিয়ে যায় বার্সেলোনা। বার্সার জয়টা আরো বেশি তাত্পর্যমণ্ডিত হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া হেরে যাওয়ায়।
১৭ খেলায় বার্সেলোনার পয়েন্ট ৪৫। সমান খেলায় অ্যাটলেটিকো পিছিয়ে আছে পরিষ্কার নয় পয়েন্টে। ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৩৪। শিরোপাধারী রিয়ালের পয়েন্ট ১৬ খেলায় ৩১।
Advertisement
এমআর/জেআইএম