সারাদেশে ধর্মীয় সম্প্রীতি গৌরবময় ঐতিহ্য আরও সুদৃঢ় করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
Advertisement
যিশু খ্রিষ্টের জন্মদিন ‘বড়দিন’ উপলক্ষে সোমবার বঙ্গভবনে খ্রিষ্টান ধর্মের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম বঙ্গভবনে এ অভ্যর্থনার আয়োজন করেন। সেখানে মোমের আলোতে ক্রিসমাস ট্রি সাজানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, বিদেশি মিশনগুলোর রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যক্তি, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে একদল শিল্পী ক্রিসমাস সঙ্গীত পরিবেশন করেন। রাষ্ট্রপতি পরে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিসমাস কেক কাটেন।
রাষ্ট্রপতি বলেন, এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐহিত্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।
Advertisement
এ দেশে দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে উল্লেখ করে তিনি একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, এ বছর বাংলাদেশে বড়দিন উদযাপন অন্যান্য বছরের তুলনায় আরও বেশি আনন্দময় ও তাৎপর্যপূর্ণ কারণ পোপ ফ্রান্সিস প্রথমবারের মতো এ বছরের নভেম্বরে বাংলাদেশ সফর করেছেন। তিনি এ দেশের বিভিন্ন সম্প্রদায়ের জনগণের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অনুভূতি বুঝেছেন।
এইচএস/এমআরএম/এসএম
Advertisement