বিনোদন

৬৫ জন ভারতীয় শিল্পীর ছাপচিত্র নিয়ে শুরু হলো প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারতের ৬৫ জন শিল্পীর ছাপচিত্র নিয়ে ‘সমসাময়িক ছাপচিত্র প্রদর্শনী’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে এই প্রদর্শনী চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

আজ সোমবার সকাল ১০টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি থেকে পক্ষকালব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ন্যাশনাল গ্যালারি অফ মডার্ণ আর্টের মহাপরিচালক জনাব শ্রী অদ্বৈত চরণ গড়ানায়েক ও দেশ বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী জনাব মনিরুজ্জামান।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনী শেষে প্রত্যেক শিল্পী বাংলাদেশের জাতীয় চিত্রশালায় সংরক্ষণের জন্য একটি করে চিত্রকর্ম স্থায়ীভাবে প্রদান করবেন যা বাংলাদেশের জাতীয় চিত্রশালার সংগ্রহকে সমৃদ্ধ করবে বলে মনে করছে সংস্কৃতি মন্ত্রণালয়।

Advertisement

এলএ/পিআর