খেলাধুলা

বিশ্বকাপ খেলতে রাতে ঢাকা ছাড়ছে অনূর্ধ্ব-১৯ দল

জানুয়ারিতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে অংশ নিয়ে আজ রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করবে সাইফ-আফিফরা। যাওয়ার আগে আজ (সোমবার) বিকেলে অফিসিয়াল ফটোসেশন করেন টাইগার যুবারা। যুব দলের কোচ ড্যামিয়েন রাইট সরাসরি নিউজিল্যান্ডে দলের সাথে এসে যোগ দেয়ার কথা রয়েছে।

Advertisement

ঢাকা ত্যাগ করার আগে বিসিবির একাডেমিক মাঠে ও জিমনেসিয়ামে অনুশীলন করেছে যুব ক্রিকেট দল। বেশ নির্ভার অনুশীলন করতে দেখা গেছে তাদের। এর আগে গতকাল তাদের সাথে বেশ কিছু সময় কাটান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিউজিল্যান্ডের কন্ডিশন বিচার করে চার পেসার দিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা। চার পেসার হলেন- রবিউল হক, কাজী অনিক, মোহাম্মদ রনি হোসেন এবং হাসান মাহমুদ।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। অন্য তিন প্রতিপক্ষ- নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী দিন ১৩ই জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবেন সাইফ-আফিফরা, ১৫ তারিখ কানাডার বিপক্ষে আর ১৮ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে যুবারা।

Advertisement

এমএএন/আইএইচএস/এসএম