খেলাধুলা

টাইগারদের তোপে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা

টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা প্রোটিয়া শিবির। ৪১ তম ওভারে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন রাবাদা। এর আগে রুবেল হোসেনের করা ৩৬তম ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফিরে গেছেন ক্রিস মরিস।এর আগে মুস্তাফিজুরের কাটারে বিভ্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান জেপি ডুমিনি। ৩২তম ওভারের পঞ্চম বলে মিডঅফে সাব্বির রহমানের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন এই ব্যাটসম্যান।এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪১ ওভারে ৮ উইকেটে ১৪০ রান। স্কোর বোর্ডই বলে দেয় কতটা নিয়ন্ত্রিত বল করছেন বাংলাদেশের বোলাররা।নাসিরের করা ২৮তম ওভারের তৃতীয় বলে লংঅনে সৌম্য সরকারের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ফর্মে থাকা ফাফ ডু প্লেসিস। ৬৪ বলে তিনটি চারে ৪১ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।২৩তম ওভারের পঞ্চম বলে নিজের প্রথম ওভারেই সাফল্য পান মাহমুদউল্লাহ। শর্ট মিদঅফে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে ফেরান ডেভিড মিলারকে। এর আগে নিজের প্রথম ওভারে সাফল্য পেয়েছেন নাসির হোসেনও। ১৯তম ওভারের প্রথম বলেই রিলে রুশোকে বোল্ড করে সাজঘরের রাস্তা দেখান এই অলরাউন্ডার।বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় আঘাত হানেন রুবেল হোসেন। ১৩তম ওভারের প্রথম বলেই হাসিম আমলাকে বোকা বানিয়ে পরিষ্কার বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল। জুবায়েরের পরিবর্তে দলে সুযোগ পেয়ে শুরু থেকেই দুর্দান্ত বল করছেন এই পেসার। তবে বাংলাদেশের পক্ষে প্রথম সাফল্য পান মুস্তাফিজুর রহমান। গ্যালিতে সাব্বির রহমানের সহজ ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান কুইন্টন ডি কককে।এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা।বাংলাদেশ দলে জুবায়েরের পরিবর্তে দলে ঢুকেছেন রুবেল হোসেন। প্রথম ওয়ানডেতে জুবায়েরের স্পিন প্রোটিয়াদের বিপক্ষে তেমন চিড় ধরাতে পারেনি। তাই তার পরিবর্তন অনুমিতই ছিল। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামছে তারা।আরটি/এমআর

Advertisement