বেতন-বোনাসের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামের আমির শার্ট গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় শ্রমিকরা ওই গার্মেন্টসের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছনে। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বস্থ চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের উপস্থিতিতে গার্মেন্টস কর্তৃপক্ষ সোমবার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলে বিকাল ৫টার দিকে শ্রমিকরা তাদের বিক্ষোভ স্থগিত করে।জানা যায়, ঈদ উপলক্ষে আমির শার্ট গার্মেন্টসের প্রায় ৫শ’ শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীর বেতন-বোনাস গত ৯ জুলাই পরিশোধের দিন ধার্য ছিল। কিন্তু রোববার পর্যন্ত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়া বিভিন্ন সময়ে নির্যাতনের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা ধাওয়া করে গার্মেন্টস এর উৎপাদন কর্মকর্তা রুহুল আমিনকে লাঞ্ছিত করে। ওই গার্মেন্টসের জিএম মুজিবুর রহমান জানান, শ্রমিকদের জন্য রক্ষিত বেতন-বোনাসের ১২ লাখ টাকা ইতিপূর্বে চুরি হয়ে গেছে। তাই যথাসময়ে পরিশোধ করা যায়নি। এছাড়া শ্রমিক নির্যাতনের বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।মো. কামাল উদ্দিন/এসএস/এমআরআই
Advertisement