জানুয়ারিতেই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব বিশ্বকাপ ক্রিকেট। যুবাদের সবচেয়ে বড় এই টুর্নামেন্টেকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাতে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাইফ-আফিফরা।
Advertisement
ঢাকা ত্যাগ করার আগে বিসিবির একাডেমিক মাঠে ও জিমনিশিয়ামে অনুশীলন করেছে যুবা দল। বেশ নির্ভারভাবেই অনুশীলন করতে দেখা গেছে তাদের।
নিউজিল্যান্ডের কন্ডিশন বিচার করে চার পেসার দিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা। চার পেসার হলেন- রবিউল হক, কাজী অনিক, মোহাম্মদ রনি হোসেন এবং হাসান মাহমুদ।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ-নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী দিন ১৩ই জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবেন সাইফ-আফিফরা, ১৫ তারিখ কানাডার বিপক্ষে আর ১৮ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে যুবারা।
Advertisement
এমএএন/এমএমআর/জেআইএম