খেলাধুলা

বোলারদের তোপে চাপে দক্ষিণ আফ্রিকা

সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশ দল শুরু থেকেই চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান। ডুমিনি ৯ আর বেহারদিয়েন ১ রান নিয়ে ব্যাট করছে।নাসিরের করা ২৮তম ওভারের তৃতীয় বলে লংঅনে সৌম্য সরকারের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ফর্মে থাকা ফাফ ডু প্লেসিস। ৬৪ বলে তিনটি চারে ৪১ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।২৩তম ওভারের পঞ্চম বলে নিজের প্রথম ওভারেই সাফল্য পান মাহমুদউল্লাহ। শর্ট মিদঅফে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে ফেরান ডেভিড মিলারকে। এর আগে নিজের প্রথম ওভারে সাফল্য পেয়েছেন নাসির হোসেনও। ১৯তম ওভারের প্রথম বলেই রিলে রুশোকে বোল্ড করে সাজঘরের রাস্তা দেখান এই অলরাউন্ডার।বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় আঘাত হানেন রুবেল হোসেন। ১৩তম ওভারের প্রথম বলেই হাসিম আমলাকে বোকা বানিয়ে পরিষ্কার বোল্ড করে সাজঘরে ফেরান রুবেল। জুবায়েরের পরিবর্তে দলে সুযোগ পেয়ে শুরু থেকেই দুর্দান্ত বল করছেন এই পেসার। তবে বাংলাদেশের পক্ষে প্রথম সাফল্য পান মুস্তাফিজুর রহমান। গ্যালিতে সাব্বির রহমানের সহজ ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান কুইন্টন ডি কককে।এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাসিম আমলা।প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে সিরিজে ০-১তে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। হারলেই সিরিজ শেষ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওডিআই তখন পরিণত হবে নিয়মরক্ষার ম্যাচে।বাংলাদেশ দলে জুবায়েরের পরিবর্তে দলে ঢুকেছেন রুবেল হোসেন। প্রথম ওয়ানডেতে জুবায়েরের স্পিন প্রোটিয়াদের বিপক্ষে তেমন চিড় ধরাতে পারেনি। তাই তার পরিবর্তন অনুমিতই ছিল। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামছে তারা।বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।দ. আফ্রিকা একাদশ: হাসিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিলে রুশো, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, জেপি ডুমিনি, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, ফারহান বেহারদিয়েন ও ইমরান তাহির।আরটি/এমআর/আরআই

Advertisement