প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আকাশে উড়ল বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমান। চীনের তৈরি কানলং এজি৬০০ নামের এ বিমানটি রোববার দেশটির দক্ষিণাঞ্চলের ঝুহাই থেকে আকাশে উড্ডয়ন করেছে।
Advertisement
চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া বলছে, আকাশে এক ঘণ্টা ওড়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করেছে। মোট ৫০ জনকে বহনে সক্ষম এ বিমান উড়তে পারে প্রায় ১২ ঘণ্টা।
১২৭ ফুট (৩৮ দশমিক ৮ মিটার) লম্বা পাখা বিশিষ্ট চীনা এ উভচর বিমানের চারটি টার্বোপ্রোপ ইঞ্জিন রয়েছে।
বিমানটির প্রধান ডিজাইনার হুয়াং লিংচাই বলেন, এটা হচ্ছে সফল প্রথম যাত্রা। এ ধরনের উভচর বিমান বানতে পারে বিশ্বে এমন দেশ আছে খুব অল্পসংখ্যক। কিন্তু চীন তাদের মধ্যে রয়েছে।
Advertisement
উভচর এ বিমানে সামরিক সরঞ্জামও রয়েছে। তবে অগ্নিনির্বাপণ ও সামুদ্রিক উদ্ধার অভিযানে এটি ব্যবহার করা যাবে। রাষ্ট্রীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না বলছে, তারা উভচর এ বিমানের জন্য এখন পর্যন্ত ১৭টি অর্ডার পেয়েছেন।
সূত্র : দ্য গার্ডিয়ান।
এসআইএস/জেআইএম
Advertisement