খেলাধুলা

ক্যারিবীয় পেসার বিটনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ

ক্যারিয়ারটা মাত্রই শুরু করলেন, এরই মধ্যে দুঃসংবাদ শুনতে হলো রন্সফোর্ড বিটনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া ওয়েস্ট ইন্ডিজের এই পেসারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তুলেছেন আম্পায়াররা।

Advertisement

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর বিটনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন আম্পায়াররা। ওই ম্যাচে ৬০ রান দিয়ে একটি উইকেট নেন এই পেসার।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে অ্যাকশন পরীক্ষায় যেতে হবে বিটনকে। তবে ফল আসার আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।

তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি মাঠে গড়াবে আগামী মঙ্গলবার ক্রাইস্টচার্চে।

Advertisement

এমএমআর/জেআইএম