ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান জাকাতের কাপড় নিতে আসা নিহতদের পরিবারে নগদ অর্থ প্রদানকালে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি পর্যায়ে জাকাতের কাপড় না দিয়ে সেই টাকা সরকারি জাকাত ফান্ডে জমা দিন। তাহলে সরকার জাকাতের টাকা যথাযথভাবে দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিতে পারবে।রোববার সকালে ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে মানুষের ভীড়ে ও পায়ের নীচে চাপা পড়ে নিহত ২৭জনের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন। তিনি বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত ২৭ জনের পরিবারের সদস্যদের হাতে পরিবার প্রতি নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন।এসময় জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নূরুল আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়জুল হক।উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডেস্থ নূূরানী জদা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।আতাউল করিম খোকন/এসএস/আরআই
Advertisement