দেশজুড়ে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তথ্য অফিস উদ্বোধন

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট অফিস সংলগ্ন এলাকায় পাবলিক তথ্য অফিস উদ্বোধন করা হয়েছে।

Advertisement

রোববার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এ তথ্য অফিস উদ্বোধন করেন রোসাটম প্রকৌশল বিভাগের বাংলাদেশের প্রধান প্রকৌশলী ইউরি কোসেলভ।

এ সময় এই তথ্য অফিস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য দেন- রোসাটমের দক্ষিণ এশীয় প্রেস সেক্রেটারি আলেকজান্ডার এন্টিপিন, হেড অফ কমিউনিকেশন লিনা ডেমেনসোভা, রূপপুর প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুল্লাহ আল-জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার, আব্দুল বাতেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোসাটম বাংলাদেশের পিআর কনসালট্যান্ট ফরহাদ কামাল।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাবলিক তথ্য অফিসের উদ্বোধন উপলক্ষে অনুর অপ্রত্যাশিত অভিযান নামে বাংলায় প্রকাশিত একটি শিশুতোষ কার্টুন পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া নৃত্য প্রদর্শন করে খেলা ঘর ঈশ্বরদী উপজেলা শাখার শিশু শিল্পীরা।

Advertisement

আলাউদ্দিন আহমেদ/এএম/আইআই