জাতীয়

হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ক্যাথরিন মাসুদ

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ বুধবার আবার শুরু হয়েছে। মানিকগঞ্জ জেলা সাব জজ ও সহকারী দায়রা জজ আদালতে দুপুর ১২টা থেকে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ সাক্ষ্য প্রদান শুরু করেন।এ ছাড়া দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের জীবিত আরও দুই যাত্রী চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি আদালতে সাক্ষ্য দিতে এসেছেন। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনও আদালতে উপস্থিত রয়েছেন।আলোচিত এ মামলায় ৭ সেপ্টেম্বর আদালতে প্রথম সাক্ষ্য দেন বাদী পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান। এ ঘটনায় বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।প্রসঙ্গত, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় ২০১১ সালের ১৩ আগস্ট বাস-মাইক্রোবাস সংর্ঘষে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

Advertisement