মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার আড়িপাতার ঘটনার তদন্তের দাবি উঠেছে। তিনটি মানবাধিকার সংস্থা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে লেখা চিঠিতে এ দাবি জানিয়েছে। সংস্থা তিনটি হচ্ছে, লিবার্টি, প্রাইভেসি ইন্টারন্যাশনাল এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর আগে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ অবৈধভাবে অ্যামনেস্টির বিরুদ্ধে আড়ি পেতেছে বলে খবর প্রকাশিত হয়। এর পর এ চিঠি লেখা হয়। চিঠিটি লিখেছেন লিবার্টির পরিচালক শামী চক্রবর্তী, অ্যামনেস্টির ইউকে পরিচালক কেট অ্যালেন, প্রাইভেসি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক গুস হোসেইন। চিঠিতে জিসিএইচকিউ’র আড়িপাতার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আমেরিকা এবং ব্রিটেনে গণ আড়িপাতার ঘটনা দু’ বছর আগে মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন ফাঁস করে দেয়ার পর থেকেই মানবাধিকার সংস্থাগুলো আড়িপাতার শিকার হচ্ছে বলে উদ্বেগ সৃষ্টি হয়। লন্ডন ভিত্তিক মানবাধিকার কর্মী উইলিয়াম স্প্রিং ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে বলেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো স্বাভাবিক ভাবেই এ জাতীয় কাজ করছে। তাদের কাজে লাগতে পারে এমন যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে এবং সরকার এ সব গোয়েন্দা সংস্থাকে রক্ষা করছে। এসআইএস/এমএস
Advertisement