আন্তর্জাতিক

জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা যুদ্ধের শামিল : উ. কোরিয়া

জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘটনাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। গত শুক্রবার এ বিষয়ে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। খবর বিবিসি।

Advertisement

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কেসিএনএর এক খবরে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি আসলে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের মতই।

খবরে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রকে হতাশ করছে। আর সে কারণেই নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উত্তর কোরিয়ার ৯০ শতাংশ জ্বালানি আমদানি কমিয়ে আনার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এর আগেও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন।

Advertisement

উত্তর কোরিয়ার তরফ থেকে বলা হয়েছে, জাতিসংঘের নতুন এই নিষেধাজ্ঞা দেশটির স্বার্বভৌমত্বের ক্ষেত্রে সহিংস এবং কোরীয় দ্বীপের শান্তি এবং স্থিতিশীলতা ধ্বংস করবে।

টিটিএন/পিআর