শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক কোহলি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন কদিন আগে বিয়ে করা বিরাট কোহলি। ডাক পেয়েছে দুই পেসার মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর।
Advertisement
এদিকে ওয়ানডে দলে জায়গা হয়নি ওপেনার লোকেশ রাহুল ও দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। সাম্প্রতিক সময়ের ভালো পারফরম্যান্সে জায়গা ধরে রেখেছেন যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। আর দলের মূল পেসাররা ফেরায় ১৭ সদস্যের দলে জায়গা হারিয়েছেন কোনো ম্যাচ না খেলা ফাস্ট বোলার সিদ্ধার্থ কাউল ও ১৮ বছর বয়সী অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর ডারবানে শুরু হবে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর।
Advertisement
এমআর/আইআই