দেশজুড়ে

রাস্তা সংস্কারের কাজ শেষ না করায় দুর্ভোগে জনসাধারণ

বরিশালের আগৈলঝাড়ায় জুন ক্লেজিং ও একটি রাস্তার সংস্কার কাজ শেষ করতে না পারায় রাস্তায় পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার শিক্ষার্থীসহ শত শত লোকজন পড়েছে চরম দুর্ভোগে।স্থানীয় ও এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগ উন্নয়ন থেকে আগৈলঝাড়া উপজেলার সেরাল গৈলা-শহীদ সেরনিয়াবাদ হাউজ টেমার জামে মসজিদ টেমার গার্লস হাইস্কুল সেরাল কমিউনিটি সেন্টার পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য ২০১৪ সালে মার্চে টেন্ডার আহ্বান করা হয়। এতে বরিশালের মেসার্স মিতুসী ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৪৫ লাখ ৮৩ হাজার ৮৩৯ টাকায় কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠানকে ওই বছরের ৪ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করার জন্য বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর থেকে চিঠি দেয়া হয়। চিঠি পেয়ে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করে রাস্তা খুড়ে ফেলে রাখে দীর্ঘ ৬ মাস ধরে। এদিকে, ২০১৫ সালের জুন ক্লেজিং এ ওই ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার কাজ শেষ করতে পারেনি। বর্তমানে বর্ষা মৌসুমে ওই রাস্তায় পানি জমে কাদা হয়ে লোকজন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এলাকার লোকজনসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। অফিস থেকে ঠিকাদারকে কাজ করার জন্য বলা হলেও তারা কোন কর্ণপাত করেনি বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন জানান, রাস্তায় কাদা হওয়ায় ওই এলাকার লোকজনের চলাচলে সমস্যা হচ্ছে। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসএস/পিআর

Advertisement