ফিলিপাইনে একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ম্যানিলা থেকে ৮শ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
Advertisement
শনিবার সকালে শপিংমলের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খুব দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেছেন। একটি কল সেন্টারের বেশ কয়েকজন কর্মী ভেতরে আটকা পড়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
দুর্ঘনায় নিখোঁজ হওয়া লোকজনের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে। তবে কি কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়।
টিটিএন/এমএস
Advertisement