কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ঢাকা ওয়াসাকে রাজনৈতিক দলের নেতা ও দালালরা নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার ধানমন্ডিস্থ টিআইবি কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। `বাংলাদেশ পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার : বর্তমান প্রেক্ষিত ও উন্নয়ন সম্ভাবনা` শীর্ষক একটি বেইজলাইন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান এবং অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম।সংবাদ সম্মেলনে ড. সৈয়দ হাফিজুর রহমান তার গবেষণায় ঢাকা ওয়াসা ও বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ডের অর্জন, চ্যালেঞ্জ, সুশাসন ও শুদ্ধাচার সংক্রান্ত নানা দিক তুলে ধরেন।তিনি বলেন, ঢাকা ওয়াসাকে নিয়ে গবেষণার পর দেখা গেছে এখানে নিয়ম বহির্ভুতভাবে কার্যাদেশ পরিবর্তন ও অতিরিক্ত কাজের অনুমোদন দেয়া হয়। অন্যদিকে বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ডে ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে।তিনি তার গবেষণায় চাহিদার তুলনায় ঢাকা ওয়াসার অতিরিক্ত পানি সরবরাহ ও ইউনেস্কাে পুরস্কারের কথা উল্লেখ করেন। পাশাপাশি ঢাকা ওয়াসার জন্য শুষ্ক মৌসুমে পানি সরবরাহে ঘাটতি ও ভূ-গর্ভস্থ পানির স্থর ক্রমে নিচে নেমে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।গবেষণার সার্বিক পর্যবেক্ষণে তিনি মনে করেন, দুর্নীতির জন্য দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্থি না হওয়ায় দুর্নীতি করার প্রতি উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। এবং দুর্বল আইন এবং তার সঠিক বাস্তবায়নের নির্দেশিকার অভাবে প্রতিষ্ঠানগুলো তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক সৈয়দ সুমাইয়া খায়ের প্রমুখ। এমএম/বিএ/এমএস
Advertisement