ব্লিচ করলে ত্বকের উপরের মরা কোষ দূর হয়ে যায়। ত্বককে লাগে ভীষণ উজ্জ্বল। তাই উৎসবের আগে অন্তত একবার ব্লিচ করে নেওয়া ভালো। কিন্তু এর জন্য পার্লারে না গেলেও চলবে। চাইলে ঘরে বসেই খুব সহজে সেরে নিতে পারেন ব্লিচ। ভালো ফলের জন্য রাতের বেলা ব্লিচ করে নিতে পারেন। চলুন জেনে নেয়া যাক, ব্লিচ করার ঘরোয়া পদ্ধতি-উপকরণ: এক টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ দুধ, এক টেবিল চামচ মধু, এক চিমটি হলুদ গুঁড়ো/বাটা।যেভাবে ব্যবহার করবেন : প্রথমে দুধ ও মধু ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। তারপর হলুদ বাটা/ গুঁড়ো দিয়ে মিশিয়ে মাস্কের মতো তৈরি করে নিতে পারেন। এবার এটি পুরো মুখে লাগিয়ে গোল গোল করে পুরো মুখে ম্যাসেজ করে লাগিয়ে নিন। দশ মিনিট রাখুন। দশ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে আলতো ঘষে ঘষে তুলে ফেলুন। মুখ ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিন। শুতে যাবার আগে কোনো প্রসাধনী ব্যবহার করবেন না। এইচএন/এমএস
Advertisement