আগামী ২০ বছরের জন্য পলিসি প্ল্যান প্রণয়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ পলিসি প্ল্যানের আলোকে নগর পরিকল্পনা, নগর উন্নয়ন এবং উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হবে ২০১৬-২০৩৫ সাল পর্যন্ত। শনিবার রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া এ তথ্য জানান।রাজউক সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া এ পলিসি প্ল্যানের ওপর মতামত দেয়া যাবে । এ সময়ের মধ্যে যৌক্তিক মতামত পেলে পলিসি প্ল্যান সংশোধন করে পরে চূড়ান্ত পলিসি প্ল্যান প্রকাশ করবে কর্তৃপক্ষ।রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, বিদ্যমান ড্যাপের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। নতুন ড্যাপের কার্যক্রম ইতিমধ্যে শুরু হলেও তা কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকে। আর পলিসি প্ল্যান হচ্ছে ড্যাপের গাইডলাইন। এ গাইডলাইন অনুসরণ করে ড্যাপ পরিচালিত হবে।আইন অনুযায়ী এ ধরনের পলিসি প্ল্যান চূড়ান্ত করতে জনগণের মতামত নেয়া বাধ্যতামূলক উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, আমরা জনগণকে সে সুযোগ করে দিয়েছি। জনগণের মূল্যবান মতামতের আলোকে পলিসি প্ল্যান চূড়ান্ত করা হবে।এর আগে ৭ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে রাজউকের পলিসি প্ল্যানসংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এ মহাপরিকল্পনার আওতায় নতুন ড্যাপ প্রণয়ন করার কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, রাজউকের আওতাধীন এক হাজার ৬২৪ বর্গকিলোমিটার এলাকার জন্য বিদ্যমান পলিসি প্ল্যানের মেয়াদ চলতি বছরে শেষ হবে। মেয়াদ পূর্তির আগেই ২০ বছর মেয়াদি নতুন পলিসি প্ল্যান প্রণয়ন করা অত্যন্ত জরুরি বলে মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, পলিসি প্ল্যানের খসড়া যে কোনো অংশবিশেষের ওপর কোনো ক্ষতিগ্রস্ত অথবা অন্য কোনো ব্যক্তির আপত্তি থাকলে তাকে প্রজ্ঞাপন জারির পর ৬০ দিনের মধ্যে অভিযোগ করতে হবে। রাজউকের পক্ষ থেকে রাজধানীবাসীকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেয়ার আহ্বান জানানো হয়েছে। এসআইএস/এসকেডি/পিআর
Advertisement