জাতীয়

বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর হার কমেছে : ড্যান মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, এ দেশে মা ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে। এখন আর আগের মতো গর্ভকালীন সময়ে মা ও শিশুকে মৃত্যুবরণ করতে হয় না। মা ও নবজাতক সুস্থ থাকে। এতে আমরা ব্যাপক সফলতা অর্জন করেছি। আমরা পরিবার-পরিকল্পনা ও সংক্রামক রোগ প্রতিরোধে কাজ করছি যাতে করে পরিবারগুলো তাদের ইচ্ছামতো আকার ধারণ করতে পারে। ভবিষ্যতে নবজাতকদের জন্য আলাদাভাবে ওয়ার্ড তৈরি করতে আমেরিকা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বুধবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে মায়ের হাসি পরিবার পরিকল্পনা প্রকল্প পরিদর্শনে এসে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৫ বছর আগে আমি যখন বাংলাদেশে বাস করেছি তখন হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি থাকতো ও মারা যেতো। এখন হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগী তেমন দেখা যায় না। মারাও যাচ্ছে না, একইভাবে শ্বাসকষ্টের কথাও তুলে ধরেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশন ডিরেক্টর জারিনা জেরুয়াজালিসকা, লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোহাম্মদ গোলাম ফারুক ভূঁইয়া, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ। পরে ড্যান মজীনা লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান ও পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সঙ্গে মতবিনিময় করেন।

Advertisement