এক সময় ছিলেন বার্সা অন্যতম সদস্য। তবে চলতি মৌসুমে রেকর্ড পারিশ্রমিকে কাতালান দলটি ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে। এদিকে আজ মৌসুমে প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ দেখতে সব কাজ ফেলে টিভি সেটের সামনে হাজির হবে কোটি কোটি মানুষ। তবে এ ম্যাচটি দেখবেন না চলতি মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার।
Advertisement
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে নেইমার বলেন, ‘এই মুহূর্তে আমি পিএসজি নিয়ে ভাবতে চাই। এল ক্লাসিকো আমার দেখা হবে না।’
বার্সায় থাকাকালে নেইমার ছিলেন রিয়াল মাদ্রিদের জন্য বড়সড় আতঙ্ক। লস ব্লাঙ্কোস দলনেতা সার্জিও রামোস এ কথাটা স্বীকারও করেছেন। যাহোক, নেইমার সময় একদমই নেই। তিনি আছেন ছুটিতে। প্রতিবছরের মতো এবারও শীতকালীন সফরে কাতারে পিএসজির দলবল। সেখানে আছেন নেইমারও।
পিএসজিতে সুখেই দিন কাটছে নেইমারের। এমটাই দাবী এ ব্রাজিল ফরোয়ার্ডের। তারপরও গুঞ্জন, আগামী মৌসুমের দলবদলেই ফরাসি ক্লাবটি ছেড়ে রিয়ালে নাম লেখাবেন তিনি। তবে এ ব্যাপারটি নিয়ে এখনই ভাবতে চান না তিনি। আপাতত তার মনযোগ শুধুমাত্র পিএসজিকে ঘিরেই।
Advertisement
উল্লেখ্য, মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-ওয়ান ও সনি টেন-টু।
এমআর/এমএস