অর্থনীতি

২০০ কোটি টাকার বন্ড ছাড়বে বিএসআরএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়বে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে জিরো কুপন বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের  (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিএসআরএম প্রুপের পাওয়ার প্রজেক্টের মূলধন বাড়ানো, ঋণ পরিশোধ ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য এ বন্ড ছাড়বে কোম্পানিটি।উল্লেখ, জিরো কুপন বন্ডে কোনো সুদ দেওয়া হয় না। অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে এ ধরণের বন্ড ইস্যু করা হয়। কিন্তু মেয়াদ শেষে বন্ডের মালিক অভিহিত মূল্যের সমপরিমাণ অর্থ পেয়ে থাকেন।এসআই/এআরএস/পিআর

Advertisement