আন্তর্জাতিক

চীনে চ্যান-হোমের আঘাত : যোগাযোগ বিচ্ছিন্ন

চীনের  পূর্বাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন চ্যান-হোম আঘাত হেনেছে। তবে চ্যান-হোম  আঘাত হানার আগেই এ অঞ্চলের প্রায় দশ লাখ মানুষকে নিরাপদ সরিয়ে নেওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স, সিনহুয়া। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার বিকালে টাইফুন ‘চ্যান-হোম’ ঝিজিয়াং এবং জিয়াংসুতে আঘাত হানে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে শক্তিশালী টাইফুন। টাইফুনের কারণে দেশটির বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর ও হংকিয়াও বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সিনহুয়া জানিয়েছে, এসব প্রদেশের সব স্কুল এবং বিমানের ফ্লাইট ও ট্রেন চলাচল বাতিল করার পাশাপাশি ৫১ হাজারেরও বেশি জাহাজ বন্দরগুলোয় ফিরে এসেছে। ঝড়ের প্রভাবে জিয়াংসু, ঝিজিয়াং, সাংহাই ছাড়াও আনহুই ও ফুজিয়ান প্রদেশেও ভারি বৃষ্টি হচ্ছে। ঝিজিয়াং কর্তৃপক্ষ জানায়, টাইফুন ‘চ্যান হোম’র আঘাতে প্রায় ৩১৪ মিলিয়ন ডলারের মতো ক্ষয়ক্ষতি হতে পারে।এএইচ/পিআর

Advertisement