জাতীয়

শাহআলী থানার দুই পুলিশ সদস্য প্রত্যাহার

রাজধানীর শাহআলী থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট থানা এলাকায় টাকার বিনিময়ে হকারদের ফুটপাতে বসানোর অভিযোগে তাদের প্রত্যাহার করে ডিসি অফিসে সংযুক্ত (স্থানান্তর) করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আবদুল বাতেন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইমরুল। শনিবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএএম শাহিন মন্ডল। তিনি জাগোনিউজকে বলেন, প্রশাসনিক কারণে শনিবার বিকেলে এ দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। কেন ক্লোজড করা হয়েছে জানতে চাইতে তিনি বলেন, উর্ধ্বতন প্রশাসন কর্তৃপক্ষ চাইলে যেকোনো মুহূর্তে যেকোনো পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে বদলি অথবা প্রত্যাহার করতে পারে। এব্যাপারে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমুজ্জামান একই কথা বললেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে পুলিশের একটি সূত্র জানায়, ঈদে রাজধানীতে যানজট নিরসনে ও ফুটপাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। এসময় শাহআলী থানাধীন এলাকার অনেকগুলো হকার ব্যবসায়ী উচ্ছেদের শিকার হন। পরে প্রত্যাহারকৃত ওই দুই পুলিশ সদস্য টাকার বিনিময়ে তাদের পুনরায় বসতে দেন। বিষয়টি উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ জানতে পেরে বিভাগীয় তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। জেইউ/এসআরজে

Advertisement