অর্থনীতি

অর্থনীতিকে বেগবান করতে প্রয়োজন ভ্রাতৃত্ববোধ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে সুফল পেতে বিরোধী দলগুলোকে হানাহানিমুক্ত রাজনীতি করতে হবে। দেশের অর্থনীতি এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। অর্থনীতিকে আরো বেগবান করতে সবচেয়ে বেশি প্রয়োজন ভ্রাতৃত্ববোধ। শনিবার বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে আইসিটি মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে একে অপরের প্রতি গভীর মমত্ববোধ গড়ে তুলতে হবে। এখন থেকে আর কোনো হানাহানি নয়। আজকের দিনে অর্থনীতি এগিয়ে যাওয়ার নিয়ামকগুলোই রাজনীতিকে পরিচালিত করে। রাজনীতিকে এখন অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজ করতে হবে। নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়ার পেছনে বাংলাদেশের সব মানুষের অবদান রয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে আইসিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।কামাল উদ্দিন/এআরএ/এমআরআই

Advertisement