জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যথেষ্ট প্রমাণপত্র পুলিশের হাতে রয়েছে, সেই মামলাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে দোষী প্রমাণিত হবেন বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শনিবার কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে গরিব-দুস্থদের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।হানিফ বলেন, মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করার জন্য আওয়ামী লীগ সরকারের কোনো প্রচেষ্টা নেই। খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতারাই জানেন যে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের এতিমদের টাকা আত্মসাৎ করার ঘটনা সত্যি। আদালতে হেয়ারিং হলে উনি দোষী প্রমাণিত হবেন। এই ভয়ে খালেদা জিয়া আদালতে যান না।মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, জাহাজ যখন ডুবে যায় তখন মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। বিএনপির এখন সেই দশা হয়েছে। তাদের দল এখন ভাঙনের মুখে। নিজেদের নেতাদেরই এখন দলের প্রতি আস্থা নেই।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এসব করে পার পাওয়া যাবে না। বিএনপির ভেতরে ভাঙন ও নেতৃত্ব পরিবর্তনের যে সুর বেজে গেছে, এ থেকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা রক্ষা পাবেন না।পরে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুনের উপস্থিতিতে সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ নয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ১০ হাজার টাকার চেক ও একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন।আরএস
Advertisement