প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সামনে বড় অর্জনের সুযোগ। আছে আবার হারানোর ভয়ও। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ যে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ! এই লড়াইয়ে পরিষ্কার ফেভারিট মনে করা হচ্ছে জিনেদিন জিদানের দলকেই। তবে নেইমার আগেভাগেই হাল ছাড়তে নারাজ। পিএসজি ফরোয়ার্ড রিয়ালকে বিদায় করে ইতিহাস গড়তে চান।
Advertisement
শীতকালিন সফরে এখন কাতারের দোহায় আছে পিএসজি। বৃহস্পতিবার সেখানেই শেষ ষোলোর প্রতিপক্ষ রিয়াল নিয়ে কথা বলেন নেইমার। দৃঢ় কন্ঠে ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়ে দেন, রিয়ালকে বিদায় করার কথাই ভাবছেন তারা, 'আমরা ইতিহাস গড়তে চাই। তাদের বিদায় করে দিতে আমরা যা কিছু সম্ভব, করব।'
রিয়ালের মতো সংগঠিত একটি দলের বিপক্ষে কাজটা সহজ হবে, সেটা ভালো করেই জানেন নেইমার। তবে তার দলের জেতার সামর্থ্য আছে বলেই বিশ্বাস এই তারকার, 'আমরা জানি এটা খুব কঠিন ম্যাচ হবে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা অনেক বছর ধরে একসঙ্গে খেলছেন। তারা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার দিকে তাকিয়ে। তবে আমি জানি, আমরা তাদের হারাতে পারব।'
অনেকেই মনে করছেন, পিএসজিকে জেতানো শুধু নয়, ব্যালন ডি'অরের দিকেও চোখ রাখছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পেলে সেটা তাকে এক ধাপ এগিয়ে দেবে বিশ্বসেরা ফুটবলার হওয়ার পথে।
Advertisement
নেইমার নিজে অবশ্য মনে করছেন না, একক নৈপুন্যেই ব্যালন ডি'অর জিতে নিতে পারবেন। তিনি বলেন, 'এটা শুধু আমার উপর নির্ভর করে না। এটা আমার সতীর্থদের উপর এবং আমরা এই মৌসুমে দল হিসেবে কি জিতলাম, তার উপরও নির্ভর করে। অবশ্যই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ। তবে সবার আগে আমাদের দল হিসেবে ভালো করতে হবে।'
পিএসজি আর রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রথম লেগের খেলা মাঠে গড়াবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি।
এমএমআর/পিআর
Advertisement