অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের ভেনু্য মেলবোর্নে। সেখানেই বৃহস্পতিবার ঘটে গেল এক হামলার ঘটনা। ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে কমপক্ষে ১৯ জনকে আহত করেছেন এক ব্যক্তি। ওই হামলায় নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনী। তবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিরাপদ আছেন বলেই জানা গেছে।
Advertisement
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, 'মেলবোর্নের ফ্লিনডার্স স্ট্রিট ঘটনার পর সব খেলোয়াড় এবং ম্যানেজম্যান্ট নিরাপদ আছেন।'
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। যদিও অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ও নিরাপদ আছেন বলেই জানা গেছে।
গত বছর পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের আগে নিরাপত্তা বাড়াতে হয়েছিল ইংল্যান্ডকে। ক্রিসমাসের আগে ফেডারেশন স্কয়ার, ফ্লিনডার স্ট্রিট স্টেশন এবং সেন্ট পল ক্যাথেড্রালে সম্ভাব্য হামলার আশংকায় তখন ব্যাপক ধর-পাকড় চালিয়েছিল ভিক্টোরিয়ান পুলিশ।
Advertisement
এমএমআর/এমএস