ছাত্রদল নেতা নুরুল আবছারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দ।শনিবার এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নুরুল আবছার ছিলেন রাজপথের একজন সাহসী যোদ্ধা। আন্দোলন সংগ্রামে তার ভুমিকা ছিলো অপরিসীম। রাজনীতিতে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।বিবৃতি নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতি দাতারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজি কবির, মহানগর বিএনপি সহ-সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, ডবলমুড়িং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিনসহ প্রমুখ।উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর অন্যতম সংগঠক ডবলমুড়িং থানার ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুল আবছার শনিবার সকাল ১১টায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ...রাজেউন)। এর আগে তিনি অসুস্থতাবোধ করলে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নুরুল আবছারকে মৃত ঘোষণা করে।আরএস/এমআরআই
Advertisement