জামালপুরের সদর উপজেলার গোপালপুরের ঋষিপাড়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে দুবৃর্ত্তরা মন্দিরের ভেতরে ঢুকে ৬টি প্রতিমা ভাঙচুর করে।ঋষিপাড়া দুর্গা মন্দিরের সভাপতি বিকাশ বাবুর জানান, দুর্গাপূজার মণ্ডপে মঙ্গলবার রাত একটা পর্যন্ত কাজ করে প্রতিমা তৈরির কারিগরেরা বাড়ি চলে যান। পরে রাতের কোনো একসময় কে বা কারা মন্দিরের ভেতরে ঢুকে দুর্গা, অসুর, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী ও গণেশের প্রতিমা ভাঙচুর করে। বুধবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা পাওয়া যায়।খবর পেয়ে জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে গোপালপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার জানান, প্রতিমা ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement