খেলাধুলা

এল ক্লাসিকোতে অনিশ্চিত রোনালদো

চলতি মৌসুমে লা লিগায় খুব একটা নিজেদের মেলে ধরতে পারছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে পিছিয়ে আছে ১১ পয়েন্টের ব্যবধানে। ঠিক এমন সমীকরণ নিয়ে আগামীকাল (শনিবার) মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল সমর্থকদের জন্য দুঃসংবাদ হল মেসিদের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত দলের সেরা তারকা রোনালদো।

Advertisement

গত শনিবার রোনালদোর দেওয়া একমাত্র গোলে গ্রেমিওর বিপক্ষে জয় দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় রিয়াল। ওই ম্যাচেই কাফে চোট পান রোনালদো। তারপর থেকে টানা তৃতীয় দিনেও দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো। তাতে বার্সেলোনার বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের সেরা তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, মাঠে একা অনুশীলন করেছেন রোনালদো। অবশ্য ক্লাসিকোয় অবশ্যই খেলবেন বলে আশা প্রকাশ করে রোনালদো জানিয়েছেন ‘আমি দ্বিতীয়ার্ধে কাফে একটা সমস্যা অনুভব করেছিলাম, তারপরও খেলা চালিয়ে যাই। শনিবারও আমি ভালো থাকব।’

এমআর/আইআই

Advertisement