বসনিয়ার যুদ্ধে স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের ২০তম বার্ষিকী পালনের অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। একই সঙ্গে বার্ষিকীর অনুষ্ঠানে বক্তাদের অনেকেই স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন।কিন্তু সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেসান্দর ভুচিচ এক বিবৃতিতে স্রেব্রেনিৎসার হত্যাকাণ্ডকে ‘দানবীয় অপরাধ’ বলে নিন্দা করলেও গণহত্যা শব্দটি এড়িয়ে গেছেন।স্রেব্রেনিৎসার স্মরণ অনুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও রয়েছেন। শনিবার স্মরণ অনুষ্ঠান শেষে স্রেব্রেনিৎসা গণহত্যার শিকার ১৩৬ জনের দেহাবশেষ দাফন করা হবে। সম্প্রতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় জানা গেছে।১৯৯৫ সালে বসনিয়ান সার্ব বাহিনীর হাতে এই হত্যাযজ্ঞের শিকার হন আট হাজার মুসলিম পুরুষ এবং বালক। যুগোশ্লাভিয়া ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর এই যুদ্ধের সূচনা হয়েছিল।আরএস/আরআই
Advertisement