থাইল্যান্ডের লড়াইয়ের ফলে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় চারটি পৃথক বোমা বিস্ফোরণে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও বন্দুক হামলাও ও আগুন লাগিয়ে আরো চার জনকে হত্যা করা হয়েছে।বিদ্রোহীদের সঙ্গে পুলিশ ও সৈন্যদের সংঘর্ষে দেশটিতে ৬ হাজার ৩০০ লোক প্রাণ হারিয়েছে। বিদ্রোহীরা মালয়েশিয়ার সীমান্তবর্তী মুসলিম প্রধান ওই এলাকায় অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে ২০০৪ সাল থেকে তৎপরতা চালিয়ে আসছে।শুক্রবার সন্ধ্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংখলা প্রদেশে সাদাও এলাকার একটি পানশালার বাইরে একটি মোটরসাইকেল বোমা বিস্ফোরণে তিন জন নিহত হয়। এই অঞ্চলটিতে প্রায়ই হামলা চালানো হয়।খবর এএফপি’র। দক্ষিণাঞ্চলের উপ-পুলিশ কমান্ডার মেজর জেনারেল পুথিচার্ট একাচান্ত বলেন, ‘এই বিস্ফোরণে তিন জন নিহত ও চার জন আহত হয়েছে।’ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, দক্ষিণপ্রান্তের নারাথিওয়াত প্রদেশে শুক্রবার তিনটি বোমা বিস্ফোরিত হয়। এদের মধ্যে একটি বোমা সুগনাই কোলোক অঞ্চলের একটি পানশালায় বিস্ফোরিত হয়। এতে ৮ জন আহত হয়।পুলিশ জানায়, এদিকে মধ্যরাতের পরপরই একই এলাকার বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়া হলে তিন জন প্রাণ হারায়। পার্শ্ববর্তী একটি এলাকায় ৩৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত সংখ্যক বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই হামলাগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। এসএইচএস/আরআইপি
Advertisement