আন্তর্জাতিক

ফিলিপিনো সাগরে ২৫১ যাত্রী নিয়ে নৌকাডুবি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ৭০ কিলোমিটার দূরে সাগরে ২৫১ যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ফিলিপাইন কোস্টগার্ড।

Advertisement

কোস্টগার্ডের মুখপাত্র আর্মান্ড বালিলো এক সংবাদ সম্মেলনে বলেছেন, রিয়াল শহরের বন্দর থেকে পোলিলো দ্বীপের দিকে যাত্রা শুরু করেছিল নৌকাটি। প্রতিকূল আবহাওয়ার কারণে রাজধানী ম্যানিলা থেকে ৭০ কিলোমিটার দূরে উত্তাল সাগরে নৌকাটি ডুবে গেছে।

তিনি বলেন, ‘আমরা হতাহতের খবর পেয়েছি। তবে এখনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকারী সামুদ্রিক যান ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।’

আর্মান্ড বালিলো বলেন, আমাদের ধারণা খারাপ আবহাওয়াই দুর্ঘটনাটির বড় কারণ। ২৫১ আরোহী বেশ কয়েকজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে উদ্ধারকৃতদের নাম জানাতে পারেননি তিনি।

Advertisement

কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, রিয়াল এবং পোলিলোর সামুদ্রিক এলাকায় কোনো আবহাওয়া সতর্কতা জারি ছিল না। এছাড়া সাগরে নৌ-যান চলাচলেরও অনুমিত ছিল। তিনি বলেন, ২৮৬ যাত্রীকে বহনের সক্ষমতা ছিল ওই নৌকাটির।

সূত্র : এএফপি।

এসআইএস/আইআই

Advertisement