যশোরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদীতে মাছ ধরার সময় তালের ডোঙ্গা উল্টে স্কুলছাত্র মিরাজ হোসেন (১৩) স্রোতে ভেসে গেছে। শনিবার দুপুরে শহরের দড়াটানা ব্রিজের পূর্বপাশে ভৈরব নদে এ ঘটনা ঘটে। এরপর থেকে স্বজন, এলাকাবাসী, ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার সন্ধানে পানিতে নামলেও সফল হননি।নিখোঁজ মিরাজ হোসেন শহরের ঘোপ জেলরোড এলাকার খোকন হোসেনের ছেলে। সে মুসলিম একাডেমি স্কুলে ৯ম শ্রেণিতে পড়াশুনা করতো বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী শহরের নীলগঞ্জ এলাকার বাসিন্দা শিপার আহম্মেদ জাগো নিউজকে জানান, শনিবার দুপুরে মিরাজ ও সাগর নামে দুই কিশোর ভৈরব নদে শহরের দড়াটানা ব্রিজের পূর্বপাশে ডোঙ্গা নিয়ে মাছ ধরার চেষ্টা করছিলো। এসময় প্রবল স্রোতে তাদের ডোঙ্গা পানিতে উল্টে যায়। এর দুই তিন মিনিটের মধ্যে সাগর পানির মধ্যে থেকে কোনোরকমে উঠতে পারলেও মিরাজ পারেনি। উপস্থিত মৎস্য শিকারীরা তাকে উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়লেও ঘটনার প্রায় ৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি তার।মিরাজের প্রতিবেশী রহিমা বেগম জাগো নিউজকে জানান, সাগর তার নাতি। সাগর ও মিরাজ একসঙ্গে ঘুরতো। শনিবার দুপুরে তারা দুইজন এক সঙ্গে ছিলেন। স্রোতের পানিতেও তারা একসঙ্গে পড়ে যায়। সাগর উঠে এসে বাড়িতে খবর দিলে স্বজনরা মিরাজের খোঁজে দ্রুত পানিতে নামেন।এদিকে মিরাজের খোঁজে স্বজন, এলাকাবাসী, ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিরাজের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছেন।মিলন রহমান/এমজেড/আরআইপি
Advertisement