দেশজুড়ে

জামালপুরে ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

চিকিৎসা সহায়তার অংশ হিসেবে জামালপুরে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করেছে সমাজ সেবা অধিদফতর। শনিবার  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার নিজাম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক লুৎফর রহমান, জাহাঙ্গীর সেলিম প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানে ৮ জন ক্যান্সার আক্রান্ত রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। সামাজ সেবা অধিদফতর বিশেষ প্রকল্পের আওতায় প্রতিবছর এ ধরনের মুমূর্ষু রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য অনুদান প্রদান করে থাকে।শুভ্র মেহেদী/এমজেড/এমআরআই

Advertisement