দেশজুড়ে

শেষ পর্যন্ত ভোটে থাকব : বাবলা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর দেওয়ান টুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

Advertisement

ভোট কেন্দ্র থেকে বের হয়ে তিনি বলেন, শুনেছি কয়েকটি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তবে যায় হোক শেষ পর্যন্ত আমি ভোটে থাকব।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ মহল্লা গুপ্তপাড়ার সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

এসময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে দাবি করে জানান, শেষ পর্যন্ত ভোটগ্রহণের এ পরিবেশ বজায় থাকলে তিনি জয়ী হবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের পর যে প্রার্থী জয়ী হবেন তাকে মেনে নেবেন।

Advertisement

আজ সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

এ সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জিতু কবীর/এফএ/পিআর

Advertisement