ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তৃতীয় দিনের মত চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শনিবার সকাল থেকে দেয়া হচ্ছে ১৫ জুলাইয়ের টিকিট। এদিন স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। গত দুই দিনের তুলনায় চাপ বেশি থাকায় টিকিট পাওয়া নিয়ে অনেকেই শঙ্কায় ছিলেন। তবে স্টেশন মাস্টারের দাবি, সবাই টিকিট পাবেন।শনিবার সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হয়। তবে আগে টিকিট পেতে শুক্রবার সন্ধ্যা থেকেই স্টেশনে আসেন অনেকে। একটি টিকিটের জন্য সারারাত জেগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তারা। আর টিকিট বিক্রি সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে এ প্রক্রিয়া আরও আধুনিক করার কথা জানালেন রেল মন্ত্রণালয়ের সচিব রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন। রেলওয়ের কর্মকর্তারা জানান, টিকিট প্রত্যাশীদের নিরাপত্তায় র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে ।এসআইএস/এআরএস/আরআইপি
Advertisement