টানা তিনবার বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করেছে। আগামী বছরে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব ছিল ভারতের ওপর। কিন্তু হঠাৎ করেই গুঞ্জন ওঠে ভারত আয়োজন করতে চাচ্ছে না, ফলে আবারও আয়োজক বাংলাদেশ। তবে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের বিষয়টি উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
Advertisement
আজ বেক্সিমকোতে এক সংবাদ সম্মেলনে পাপন বলেন, 'আমি এ রকম কোনো (এশিয়া কাপ আয়োজন বিষয়ে) কথাই শুনি নাই। এ মিটিংয়ের আগের মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে, এবারের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হবে। আমরাও এটাতে রাজি ছিলাম। পরে এটা কনফার্মও হয়েছে যে, ভারতই এশিয়া কাপ আয়োজন করবে। এটা নিয়ে তাই কথাই হয়নি।'
তবে ভারত যদি আয়োজন করতে না চায়, তবে বাংলাদেশ আয়োজন করতে চায় বলেও জানান বিসিবি বস। তিনি বলেন, 'কোনো সম্ভাবনা (বাংলাদেশের এশিয়া কাপ আয়োজন করার) আমি দেখছি না। যদি কোনো কারণে ভারত এটার আয়োজক হতে না চায়, তখন একটা সুযোগ আসবে। তখন নিশ্চিতভাবেই বাংলাদেশ আয়োজনের ব্যাপারে আগ্রহী।’
সাংবাদিকরা বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন নিয়ে প্রশ্ন করলে হেসে হেসে পাপন বলেন ‘এসিসির ব্যাপার তো এসিসির ব্যাপারই। বাংলাদেশের, আপনাদের স্বার্থ আছে, এমন কিছু সেখানে আলাপ আলোচনা হয় নাই।’
Advertisement
এমএএন/এমএমআর/জেআইএম