খেলাধুলা

২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান

শ্রীলঙ্কার দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারী পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫২ রান। আহমেদ শেহজাদ ২৭ আর মোহাম্মদ হাফিজ ৪ রান নিয়ে ব্যাট করছে।  এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক আজহার আলী। লঙ্কাকে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়ে, ২৬ রান করে মোহাম্মদ হাফিজের শিকার হন কুসাল পেরেরা। লঙ্কান ব্যাটিং অর্ডারের প্রথম ৬ ব্যাটসম্যানই কুড়ি বা তার বেশি রান করেছেন।কিন্তু দিনেশ চান্দিমাল ছাড়া আর কেউ ইনিংসটা টেনে নিতে পারেননি। ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। দিলশান আর ম্যাথিউস করেছেন ৩৮ রান করে।লঙ্কানদের মূল সর্বনাশটা করেন মোহাম্মদ হাফিজ। ১০ ওভারে ৪১ রান খরচায় কুসাল পেরেরা, দিলশান, উপুল থারাঙ্গা আর থিসারা পেরেরার গুরুত্বপূর্ণ ৪টি উইকেট নিয়েছেন তিনি।খেলাটা শ্রীলঙ্কা আর পাকিস্তানের মধ্যে হলেও টাইগাররাও তাকিয়ে আছে তাদের ফলাফলের দিকে। কারণ বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ তে হারে, আর শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান সিরিজে জিতে নেয়, তাহলে টাইগারদের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার শঙ্কা তৈরি হবে। তাই শ্রীলঙ্কার সাফল্যই চাইবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।এমআর/এমআরআই

Advertisement